প্রিন্ট এর তারিখঃ Nov 30, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন-দুদক অফিসের সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকল কর্মকর্তা-কর্মচারী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রকের সভাপতি আলীম আল রাজী।
বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ফখরুল ইসলাম, পরিচালক নুর আলম, দুপ্রকের সহ-সভাপতি মীর্জা সাহাদত হোসেন, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, সদস্য আব্দুল গনি আল রুহী, মো. আসাদুজ্জামান খান, আজগর আহমেদ খান, নাসরিন আক্তার লাকি, মোহাম্মদ রোমেজ উদ্দিন, রওশন আরা লিলি, নাসেরী আজাদ সম্পা। সভায় সদস্যদের কার্য পরিধি সম্পর্কিত বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। একই সাথে আগামী ৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবস পালনের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com